Header Ads

About

 


বই, খাতা আর কলম - পেন্সিল বরাবরই আমার খুব পছন্দ। লিখতে, পড়তে খুব ভাল্লাগে। যখন একান্তই কিছু পড়তে ইচ্ছে হয় না, তখনও বই খাতা কোলে নিয়ে বসে থাকি। খুব শান্তি লাগে। এমনকি বালিশের নিচে একটা বই কিংবা খাতা না থাকলে রাতে ঘুম হয় না আমার। সব সময় চাইতাম, পছন্দের এ জিনিসটা দিয়েই যেনো জীবিকা অর্জন করতে পারি। এটা নিয়েই যেনো কাটিয়ে দিতে পারি সারাটা জীবন। একটা উপায় খুঁজেও পেয়েছি, সেটা হলো লেখালেখি। তাই এই লিখালিখি নিয়েই কাটিয়ে দিতে চাই জীবনের বাকিটা সময়। আর এর জন্য আপনাদের সাপোর্ট চাই প্রচুর।

কোন মন্তব্য নেই

Thanks for your valuable comments...

Blogger দ্বারা পরিচালিত.