Header Ads

অবশেষে গ্রাজুয়েট হওয়ার স্বপ্ন পূরণ হলো, ১৪ বছরের অপেক্ষা আর 'চেষ্টায়' গ্র্যাজুয়েট এখন সাকিব: Graduate Khondaker Shakib Al Hasan

 

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব এখন অফিশিয়ালি গ্র্যাজুয়েট। রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২১তম সমাবর্তনে অংশ নেন তিনি।

ক্রিকেট মাঠে ব্যাটে-বলে নানা রেকর্ডে নাম লিখিয়ে চলা সাকিব আল হাসানের গর্বের জায়গায় যোগ হলো নতুন অনুষঙ্গ। কলেজ জীবন শেষ করার ১৪ বছর পর পেলেন গ্রাজুয়েট ডিগ্রি।বাইশ গজে ব্যাট উঁচিয়ে ধরেছেন বহুবার, এবার সমাবর্তনের মঞ্চে উঁচিয়ে ধরলেন হ্যাট। মুখে চওড়া হাসি। পরণে কালো-সবুজ গাউন। এমন বেশে এই প্রথম দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের নামের পাশে যুক্ত হলো নতুন অর্জন।  

তাকে নিয়ে আলোচনা-সমালোচনার অভাব হয় না কখনো। মাঠের বাইরের সব আলোচনা-সমালোচনা তিনি থামিয়েছে ২২ গজে জাদু দেখিয়ে। তবে এবার সেই মাঠ বা মাঠের বাইরের ঘটনা পেরিয়ে সাকিব আল হাসান আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ৩৫ বছর বয়সে এসে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন সাকিব। মাঠের বাইরে নানা সময়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা মেলে সাকিব আল হাসানের। কখনো ব্যবসায়ী সাকিব, কখনো রাধুনি সাকিব, কখনো অভিনেতা সাকিব আবার কখনো দেখা মেলে মানবিক সাকিবের৷ তবে ছাত্রসাকিবের দেখা পাওয়া বিরল ঘটনা। কিন্তু এবার এআইইউবির সমাবর্তন অনুষ্ঠানে দেখা গেল ছাত্র সাকিব আল হাসানকে।   

অবশেষে স্বপ্নপূরণ, ১৪ বছরের 'চেষ্টায়' গ্র্যাজুয়েট সাকিব

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার বাংলাদেশ দলের বিশ্রামের দিন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)এর ২১ তম সমাবর্তনে উপস্থিত হন সাকিব ও আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও হয়েছেন গর্বের অংশ।সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হয়েছিলেন সাকিব। বিকেএসপি থেকে কলেজ জীবন শেষ করে ১৯ বছর বয়স থেকে জাতীয় দলে খেলছেন তিনি।আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে সাকিব ফিরে যান অতীতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন টাইগার অলরাউন্ডার।

গ্র্যাজুয়েট হওয়ার স্বপ্ন পূরণ হলো সাকিবের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার নামের পাশে বছরের পর বছর জুড়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার। আবার মাঠের খেলোয়াড়ি সত্ত্বা ছাড়িয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন। তিনি এখন গ্রাজুয়েট। পূরণ করলেন মায়ের স্বপ্ন। আগের দিন ম্যাচ খেলা বাংলাদেশ দলের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম নেই এ দিন। এই ফাঁকে সাকিব পৌঁছে যান সমাবর্তনে।আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর দিন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ২১তম সমাবর্তনে উপস্থিত হন তিনি। গ্র্যাজুয়েটদের তালিকায় তার নাম দেখা যায় খন্দকার সাকিব আল হাসানহিসেবে বাঁহাতি এ অলরাউন্ডারের।

অবশেষে আমার এই স্বপ্নও পূরণ হলো: সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার অনেক সাফল্যে মোড়ানো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জেতে বাংলাদেশ। এই জয়ে ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্স ছিল সাকিবের। রবিবার বাংলাদেশ দলের কোনও কার্যক্রম না থাকায় সাকিব যান সমাবর্তনে।  ২০০৯-১০ সেশনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে লেখাপড়াটা ঠিক মতো করতে পারেননি। অবশেষে ১৪ বছর পর বিবিএ সম্পন্ন করলেন।আজ রোববার বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি।

রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তনে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি। তার অফিসিয়াল নাম খন্দকার সাকিব আল হাসান।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল। স্নাতক শেষ করে বেশ উচ্ছ্বসিত সাকিব আল হাসান। বিষয়টাকে টেস্ট ক্যাপ পাবার মতো আনন্দের বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল (সমাবর্তনের কালো হ্যাট দেখিয়ে), ক্যাপটা যখন পেয়েছিলাম ঠিক সেই অনুভূতি হচ্ছে আজকে।

সাকিব আরো বলেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

বিবিএ পাশ করলেন সাকিব, বললেন টেস্ট ক্যাপ পাবার অনুভূতি হচ্ছে

হাতে সমাবর্তন টুপি, গায়ে জড়ালেন গাউন। মিলনতায়নের সবাই গর্বের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়লেন আর সাকিব হলেন আবেগী। আনন্দে আত্মহারা নিজে তো হলেনই অন্যদেরও করলেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাকিব আল হাসানের অংশ নেওয়ার ছবি আর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আজ একদিনের বিরতি, এই ফাকেই সমাবর্তনে অংশ নিতে ছুটে এসেছেন সাকিব। এআইইউবির সমাবর্তন বইতেও দেখা যায় সাকিবের ছবি। তবে সেই ছবির নিচে তার খন্দকার সাকিব আল হাসান নাম দেখে অবাক হয়েছেন অনেকেই।

সাকিবের সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমাবর্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে। এসব ছবি, ভিডিওর কল্যাণে সাকিবের নামের বিশেষ অংশ বা বংশ উপাধি জানা গেছে। গোটা দুনিয়া তাকে সাকিব আল হাসান নামে চিনলেও এআইইউবির ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান। তার আইডি নম্বর ০৯-১৪১৭৭-২।  তবে এটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর। সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। ক্রিকেটের মাঠে দাপুটে পথচলার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে সেভাবে এগোতে পারেননি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বিবিএ সম্পন্ন করলেন।

১৪ বছর অপেক্ষার পর সাকিব এখন গ্র্যাজুয়েট

ক্রিকেট মাঠে রেকর্ড করার ফাঁকে পড়াশোনাটা থেমে গিয়েছিল সাকিবের। কিন্তু তিনি নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে চেয়েছিলেন। অনিয়মিত হলেও বন্ধ করেননি। কিছুটা দেরি হয়ে গেলেও তিনি এবার স্নাতক হলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন সাকিব। ২০০৯-১০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা BBA-তে ভর্তি হন সাকিব। ১৪ বছর পর গ্র্যাজুয়েট হলেন তিনি। যেই শিক্ষাবর্ষে তিনি ভর্তি হয়েছিলেন সেই শিক্ষাবর্ষে আর পড়া শেষ করা হয়নি। জাতীয় দলে হয়ে খেলা হোক বা অন্য় কোনও কারণে তা ক্রমশ পিছিয়ে যেতে থাকে। অবশেষে তিনি তা সম্পূর্ণ করলেন। ক্রিকেট খেলার ফাঁকে পড়াশোনাটা হয়নি। তাঁর মা যখন জিজ্ঞাসা করতেন পড়াশোনা নিয়ে উত্তর দিতে পারতেন না। ফলে পড়াশোনাটা স্বপ্নই থেকে গিয়েছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল তাঁর। খেলার মাঠে সব পেলেও পড়াশোনার মাঠে ডিগ্রি অর্জন করে তাঁর ষোলো কলা পূর্ণ হল।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।

 বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এআইইউবির ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদের সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের স্বর্ণপদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য, ডিন, ট্রেজারার, রেজিস্ট্রার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশ নেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমার স্বপ্ন পূরণ হলো: সাকিব

এদিকে ইংল্যান্ড সিরিজে ৩০০ ‍উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ২১৬ ইনিংস শেষে ৯৩ রানে আউট হওয়ার আগে ওয়ানডেতে ৩০০ উইকেট ও ৭ হাজার রানের স্বপ্নের মাইলফলক স্পর্শক ছুঁয়ে ফেলেন রোববার (১৯ মার্চ) আরেকটি স্বপ্ন পূরণ হলো সাকিব আল হাসানের।  নিজের গ্র্যাজুয়েট খেতাব অর্জনের পর নিজেই গর্ব করেছেন। সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

Thanks for your valuable comments...

Blogger দ্বারা পরিচালিত.